ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদরের কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
  • কাজী তানভীর মাহমুদ
  • ২০২০-০৯-০৩ ১৫:১৯:৪১
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গতকাল ৩রা সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজবাড়ী সদর উপজেলার ৩৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
  গতকাল ৩রা সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে এই বীজ ও সার (কৃষক প্রতি ৫ কেজি করে মাসকলাইয়ের ডালের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার) বিতরণ করা হয়। 
  এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখ ও কৃষি সম্প্রসারণ অফিসার তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ