ঢাকা সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
কালুখালীর রবিউল হত্যা মামলার জামিন বাতিলের দাবীতে কোর্ট চত্বরে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-০৩ ১৫:২০:১৯
কালুখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মুদি দোকানী রবিউল বিশ্বাস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামীদের জামিনের আদেশ বাতিলের দাবীতে গতকাল ৩রা সেপ্টেম্বর সকালে রাজবাড়ী আদালত চত্ত্বরের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন বিশ্বাসের ছেলে মুদি দোকানী রবিউল বিশ্বাস (৩৮)কে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার প্রতিবাদ এবং গ্রেপ্তার হওয়া আসামীদের জামিনের আদেশ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা।
  গতকাল ৩রা সেপ্টেম্বর সকাল ১১টার দিকে রাজবাড়ী আদালত চত্ত্বরের সড়কে এই কর্মসূচী পালন করা হয়। 
  মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রবিউল বিশ্বাসের বৃদ্ধা মা ফুলজান বিবি, বড় ভাই মোক্তার হোসেন বিশ্বাস, আক্তার হোসেন বিশ্বাস, বড় বোন আমেনা বেগম ও ফরিদা বেগম।
  উল্লেখ্য, গত ১৪ই আগস্ট দিনগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে মুদি দোকানী রবিউলকে তার নিজ বাড়ীর পার্শ্ববর্তী মোনাই’র বিলের পানিতে চুবিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় ১৫ই আগস্ট রাতে নিহত রবিউলের স্ত্রী শাবানা বেগম বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ৩জনকে গ্রেপ্তার করে। 

গোয়ালন্দের অন্তার মোড়ে পদ্মা নদী থেকে ১ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার
গোয়ালন্দে রাখালগাছি পদ্মা নদীতে প্রবাসী আল আমিন হত্যা॥ফুপাতো বোন জামাই মেগা গ্রেপ্তার
দৌলতদিয়ায় মাছ বিক্রিতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
সর্বশেষ সংবাদ