র্যাবের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর এলাকা থেকে নজরুল শেখ(২০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গতকাল ৩রা সেপ্টেম্বর দুপুরে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩টি প্লাস্টিকের জ্যারিকেন ভর্তি অবস্থায় ১০০ লিটার দেশী মদসহ মদ পরিবহনের কাজে একটি অটোরিক্সা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নজরুল শেখ গোয়ালন্দ উপজেলার ডিক্রিরচর চাঁদপুর আলিমদ্দিনের পাড়ার শহীদ শেখের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ র্যাব তাকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।