ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কালুখালী রেলস্টেশনে জনসচেতনায় রেলওয়ে পুলিশের বিট পুলিশিং সভা
  • ফজলুল হক
  • ২০২৩-০৪-০২ ১৫:০৭:১৫

রাজবাড়ী জেলার কালুখালী রেলস্টেশনের প্লার্টফর্মে গতকাল ২রা এপ্রিল দুপুরে রেলওয়ে থানার আয়োজনে মাদকদ্রব্য, চোরাচালান, জঙ্গীবাদ, ট্রেনে পাথর নিক্ষেপ ও ইঞ্জিন বা ছাদে ভ্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

  বিট পুলিশিং সভায় রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু জনসাধারণের উদ্দেশ্যে বলেন, চলন্ত ট্রেনে ইচ্ছা বা অনিচ্ছায় কেউ পাথর নিক্ষেপ করবেন না। কারণ ওই পাথরের আঘাতে ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনকি পাথরের আঘাতে ট্রেনের বগিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ছোট বাচ্চারা এ ধরনের অপরাধ  বেশি করে থাকে। তাই তাদেরও সর্তক করতে হবে। পাথর নিক্ষেপের ব্যাপারে কারো ছাড় নেই। এ ধরণের অপরাধ করলে আইনে তাকে শাস্তি পেতেই হবে। সর্বপরি তিনি এ ধরনের অপরাধ থেকে সকলকে বিরত থাকতে বলেন।
  এ সময় কালুখালী স্টেশন মাস্টার মোঃ মেহেদী হাসান, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক, এসআই বিধান চন্দ্র মল্লিক ও এটিএসআই মামুনুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ