রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ উজানচর মৈজুদ্দিন মন্ডল পাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় গত ১০ই এপ্রিল সন্ধ্যায় শাহাদত শেখ(২২) নামের এক তুতলা ভাষী (অস্পষ্ট কথা) যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের আহম্মাদ শেখের ছেলে।
এ ঘটনায় আহত যুবকের মামা জাফর ইকবাল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।
জাফর ইকবাল বলেন, আমার ভাগিনা শাহাদত একটু তুতলা ধরণের হওয়ায় কথা আটকে যায়। এ জন্য তার প্রতিবেশী রায়হান মোল্লা(২০) আমার ভাগিনা শাহাদতকে প্রতিনিয়ত তুতলা এবং পাগল বলে কটাক্ষ করতো। গত ৯ই এপ্রিল বিকালে স্থানীয় কাউছারের মুদি দোকানে শাহাদতকে তুতলা ও পাগল বলায় রায়হানের সাথে তার বাক বিতন্ডার ঘটনা ঘটে। এ জর ধরে গত ১০ই এপ্রিল স্থানীয় মসজিদে ইফতার ও নামাজ আদায় করে বাড়ী ফেরার সময় রায়হান মোল্লাসহ অজ্ঞাত আরো ২/৩জন শাহাদতকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় রায়হান মোল্লাসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আহত ব্যক্তির মামা জাফর ইকবাল। আসামী গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।