চলতি বছর হজে¦ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হজ¦ যাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদন আগামী ১৬ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে।
সরকারী ব্যবস্থাপনার হজ¦যাত্রীরা সকল জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ¦ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারী ব্যবস্থাপনার হজ¦যাত্রীগণ যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাঁদের পাসপোর্ট জমা দিবেন এবং রশিদ গ্রহণ করবেন।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব-স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ¦ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ(হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টসমূহ স্ব-স্ব এজেন্সির নিকট জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন।