ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে নানা আয়োজনে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৪-১৪ ১৬:৪২:৫৯

 নানা আয়োজনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাংলা নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
  গতকাল ১৪ই এপ্রিল সকালে বাংলা নতুন বছরকে বরণ করতে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। বাংলার ঢাক- ঢোল, বাঁশি, গরুর গাড়ীসহ মঙ্গল শোভাযাত্রাটি বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু পার্কে গিয়ে শেষ হয়।
  এরপর উপজেলা পরিষদ পার্কে অনুষ্ঠিত হয় কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
  মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার পুলিশ পরির্শক আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকন্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
  তবে পবিত্র রমজান মাস ও শুক্রবার জুম্মার দিন হওয়ায় এবার বালিয়াকান্দিতে সীমিত পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ