কাতারের দোহায় চার তারকা হোটেলে গত ১৬ই এপ্রিল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।
এতে ২০২৩-২৪ সালের জন্য সভাপতি হিসেবে মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মেরু ও আশিকুজ্জামান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সংগঠনের সহ-সভাপতি বাবুল গাজীর সঞ্চালনায় নতুন এ কমিটি ঘোষনা করেন সংগঠনের সাবেক সভাপতি গোলাম ছারওয়ার মিশু।
সম্মেলনে সংগঠনের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, সহ-সভাপতি ই এম আকাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক রাহেল মাহমুদ, প্রিন্স মাহমুদ জুয়েল, সিএম হাছান, সোহেল খান, আবদুল আউয়াল, কাওছার আলম ভূইয়া ও রিপাতুল মাওলা প্রমুখ বক্তব্য রাখেন।