ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
বালিয়াকান্দির খ্যাতিমান যাত্রাশিল্পী দিলীপ ভট্টাচার্য্য মারা গেছেন
  • সোহেল মিয়া
  • ২০২৩-০৫-০৬ ১৩:৫৬:৩২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খ্যাতিমান যাত্রাশিল্পী দিলীপ ভট্টাচার্য্য মারা গেছেন। গতকাল ৬ই মে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। একই দিন রাতে নিজ জন্মস্থান জঙ্গল গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
দিলীপ ভট্টাচার্য্য আশির দশকে সারা জাগানো যাত্রা অভিনেতা ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় দুই শতাধিক মঞ্চে যাত্রাপালায় নায়কের অভিনয় করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ টেলিভিশনেও তার অভিনিত যাত্রাপালা মঞ্চায়িত হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, উপজেলা আবৃত্তি পরিষদ, রিশা শিল্পী গোষ্ঠী, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, নির্মল সাংস্কৃতিক একাডেমি, বালিয়াকান্দি উপজেলা শিল্পকলা একাডেমী, বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরী ও ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন