ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ইজিবাইক উল্টে ৫জন পরীক্ষার্থী আহত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-০৭ ১৫:৪৪:০৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ঢোলজানি গ্রামে গতকাল ৭ই মে সকালে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার সময় ইজিবাইক উল্টে ৫ পরীক্ষার্থী আহত হয়েছে।

 আহতরা হলো- জঙ্গল ইউনিয়নের সমাধীনগর গ্রামের সূর্যকান্ত প্রামাণিকের মেয়ে পূজা প্রামাণিক (১৭), তুষার বিশ^াসের মেয়ে তৃঞ্চা বিশ^াস (১৭), দীপঙ্কর বাড়ইয়ের মেয়ে বৃষ্টি বাড়ই (১৭), প্রদীপ মন্ডলের মেয়ে বৃষ্টি মন্ডল (১৭) ও বাবুল বিশ^াসের মেয়ে সংগীতা বিশ^াস (১৭)। এরা সবাই সমাধীনগর আর্যসংঘ্য বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে এর মধ্যে দুই ঘন্টা পরীক্ষা দেওয়ার পর সংগীতা বিশ^াস অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সে এখন বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে।

সংগীতা বিশ^াস জানান, তারা ৯জন ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য সকাল ৯টার দিকে ইজিবাইক যোগে বালিয়াকান্দি পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সাড়ে ৯ টার দিকে তাদের বহনকৃত ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে আমরা ৫ জন আহত হই। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সবাই পরীক্ষা দিতে পারলেও আমি পরীক্ষা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ি। দুই ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আমার স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমাকে ভর্তি করিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। পরে ডাক্তারের সাথে আলাপ করে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ