ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশায় মৌরাট ও বাবুপাড়া ইউনিয়নে ব্রি-ধান ৮৯জাতের মাঠ দিবস অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-১০ ১৮:১০:০০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১০ই মে বিকালে মৌরাট ও বাবুপাড়া ইউপিতে চলতি রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর ব্রি-ধান ৮৯ জাতের পৃথক দু’টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বিকালে মৌরাট ইউপির বড় চৌবাড়ীয়া গ্রামে এবং বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

পৃথক এ মাঠ দিবসে ব্রি-ধান ৮৯ জাতের ফলন ও পরিচর্যার বিষয়ে কৃষকদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা সোলায়মান হোসেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ