ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বালিয়াকান্দি বাজারে ২ব্যবসায়ী ও ক্রেতার ১৩ হাজার টাকা জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৫-১৩ ১৮:০২:০৫
বালিয়াকান্দি বাজারে গতকাল বুধবার দুপুরে ২ব্যবসায়ী ও ক্রেতাকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে ২ব্যবসায়ী ও ক্রেতাকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
  গতকাল বুধবার দুপুরে বালিয়াকান্দি বাজারে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 
  ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজী মোসলেম উদ্দিন মার্কেটের ২য় তলায় স্বপ্নপুরী গার্মেন্টস ও ভ্যারাইটিস দোকানে সরকারী নির্দেশ অমান্য করে বিক্রির দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা, চম্পা মার্কেটে ম্যাক্স গার্মেন্টসে মালিক সঞ্জয় কুন্ডুকে ৩ হাজার টাকা ও শিশুকে নিয়ে বাজারে কেনা কাটা করায় ক্রেতাকে ১হাজার টাকা বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ সংশ্লিষ্ট ধারায় ৩জনকে মোট ১৩হাজার টাকা জরিমানা করা হয়।
  এছাড়াও অভিযানকালে বাজারে বিভিন্ন ব্যবসায়ীদেরকে সরকারী নির্দেশ মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করার পরামর্শ দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বালিয়াকান্দি থানা পুলিশ সহযোগিতা করেন।  

 

 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ