পবিত্র ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আগামী ১১ই অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল(রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
প্রথমে তারা মদিনায় হযরত মোহাম্মদ(সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করবেন এবং পরে পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কায় গমন করবেন।
পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২০শে অক্টোবর সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার স্ত্রী মাইনুন নাহার সৌদিয়া এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে।
পবিত্র ওমরাহে গমন উপলক্ষে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।