রাজবাড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১লক্ষ ৭৭ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সাথে ২হাজার টাকা জরিমানা ও ১৮জন জেলেকে আটক করে তাদের ১৫কারাদন্ড দেওয়া হয়েছে।
গতকাল ৯ই অক্টোবর বিকেল ৩টায় জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক জানান, গতকাল ৮ই অক্টোবর বিকেল ৩টা থেকে আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী, গোয়ালন্দ ও কালুখালী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৯টি অভিযানে ৩টি মোবাইল কোর্ট করা হয় এবং ১৮টি মামলা হয়।
তিনি আরো জানান, এই ২৪ ঘন্টায় নিষেধাজ্ঞা অমান্য করায় মা ইলিশ ধরার অপরাধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৮ জন জেলেকে আটক করে। তাদের মধ্যে ১৬ জনকে ১৫ দিন ও ২ জনকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও কয়েকজন জেলেকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে ১ লক্ষ ৭৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ২৭ কেজি ইলিশ মাদ্রাসায় বিতরণ করা হয়।