ঢাকা রবিবার, অক্টোবর ১২, ২০২৫
রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত নজরুলের লাশ দেশে আনার দাবী স্ত্রী আইরিনের
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১০-১০ ১১:০৬:২০

রাশিয়া গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে যুদ্ধে অংশ নিয়ে নিহত নজরুলের মরদেহ দেশে আনার দাবী জানিয়েছে তার স্ত্রী আইরিন আক্তার।
 নজরুলের স্ত্রী আইরিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত ৩০শে এপ্রিল স্বামীর সাথে শেষ কথা হয় তার। তিনি সেদিন ব্যাংকে গিয়েছিলেন আমাদেরকে টাকা পাঠানোর জন্য। কিছুক্ষণ পর ফের ফোন করে বলেন, টাকা পাঠানো হলো না, দ্রুত যেতে হচ্ছে।
 ফোনের ও পাশ থেকে স্বামী বলেন আজকেই মনে হয় তোমাদের সাথে আমার শেষ কথা। তোমাদের সাথে মনে হয় আর দেখাও হবে না। যদি ফোন বন্ধ পাও ধরে নিও আমি আর বেঁচে নেই। আমার চার মেয়েকে দেখে রেখো। তোমাদেরকে আল্লাহর কাছে রেখে গেলাম, তিনিই তোমাদেরকে দেখবেন। সেটিই ছিল তার শেষ কথা। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি। 
 আইরিন আক্তার বলেন, দীর্ঘ ৫ মাসের বেশি নিখোঁজ থাকার পর গত ৮ই অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার নাম্বারে একটি ফোন আসে। তখন জানানো হয় রাশিয়াতে বন্দুক যুদ্ধে আমার স্বামী মারা গেছে।
 আইরিন বলেন, আমার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। অবসরের পর যা টাকা পেয়েছিল একটি ব্যবসায় লাগিয়ে তিনি নিঃস্ব হয়ে যান। তখন তিনি জমি বিক্রি করে ১৩ লক্ষ টাকা নিয়ে  দালালের মাধ্যমে রাশিয়া চলে যায়। এখন আমাদের আর্থকড়ি কিছুই নেই। পেনশনও আমার নামে করে দেইনি। সরকারের কাছে আমার একটাই দাবি আমার স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে এনে দেওয়া হোক। এছাড়াও দালাল ফরিদ মন্ডল ও জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমার মতন আর কোন নারীর জীবন যেনো এমন না হয়, কারো যেনো সন্তান বাবা হারা না হয়।
 রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। যার যায় সেই বোঝে আপন মানুষ হারানোর কষ্ট কতটা। আমরা শোকাহত পরিবারের পাশে থাকবো। নজরুল ইসলাম যে রাশিয়াতে মারা গিয়েছেন এ বিষয়ে আমরা কোন চিঠি পাইনি। কিন্তু আমাদের দিক থেকে আমরা মন্ত্রনালয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। 
 নিহত নজরুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে। নজরুলের স্ত্রী ও চার কন্যা সন্তান আছে। তার বড় মেয়ে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। দ্বিতীয় মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। ছোট দুই মেয়ের বয়স ৬ ও ৫ বছর।
 উল্লেখ্য, নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিল এবং ২০২০ সালে অবসর গ্রহণ করে। চাকরি থেকে অবসরের পর বাড়িতে থাকতো। কিছু দিন পর রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারে মুদি ব্যবসা শুরু করেন। কিন্তু একটা সময় ব্যবসায় বড় লোকসান হওয়ায় আর্থিক সংকটে পড়েন। এই অবস্থায় স্থানীয় এক দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ায় শপিং মলে নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখায়। এরপর চলতি ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারী দালালের প্রলোভনে তিনি রাশিয়ার উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর এক মাসের সামরিক প্রশিক্ষণ নিতে তাকে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় তাকে। পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয় গত ৩০শে এপ্রিল। এরপর থেকে দীর্ঘ ৫ মাস ৮দিন পর গত ৮ই অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাশিয়াতে যুদ্ধে নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছে। 

 

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত নজরুলের লাশ দেশে আনার দাবী স্ত্রী আইরিনের
রাজবাড়ীতে শিশু নির্যাতন বন্ধে করণীয় ও  শিশু অধিকার বাস্তবায়নে মতবিনিময় সভা
চন্দনীতে কৌটা ও বালতিতে জেলেদের চাল বিতরণ॥ওজনে কারচুপির অভিযোগ
সর্বশেষ সংবাদ