ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে পদ্মায় জাটকা সংরক্ষণ অভিযানে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৫-১৭ ১৩:০৭:২৬

"জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ১৬ই মে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের নেত্বত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পদ্মা নদীর কুয়াশাটা, অন্তরমোড়, কলাবাগানসহ বিভিন্ন অঞ্চল থেকে ২৬ হাজার মিটার চায়না দুয়ারী ও কারেন্ট  জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। বিকালে দৌলতদিয়া লঞ্চঘাটে জনসম্মুখে জব্দকৃত এসব চায়না দুয়ারী ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস, ক্ষেত্র সহকারী ( ইলিশ সম্পদ প্রকল্প) মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এএসআই আঃ কুদ্দুস, এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ