ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-২০ ১৪:৪২:৩০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০শে মে বিকালে রামদিয়া বি,এম,বি,সি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহম্মেদ মিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, ডাঃ পারিজাত পাল, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার প্রমুখ বক্তব্য দেন।

এসময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুন্ডু, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশে মোঃ জিল্লুল হাকিম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলের মধ্যে কোন প্রকার গ্রুপিং করা যাবে না। আমরা অমুক ভাই, তমুক ভাইয়ের লোক বলা যাবেনা। আমরা সবাই আওয়ামীলীগের লোক। 

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই আমরা রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মসজিদ-মন্দিরে উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। 

তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্যান্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দিয়েছে। বিগত দিনে বিএনপি ক্ষমতায় থাকা কালে  জনগণের জন্য কিছুই করেনি তা জনণন ভালো করেই জানে। বিএনপি এখন শুধু চায়ের দোকানে বসে রাজনীতি করে। জনগণের সাথে মিশতে পারেনা। জনণন তাহলে কেন তাদেরকে ভোট দিবে? আমাদের দেশে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে নৌকা মার্কার কোন বিকল্প নেই। কর্মী সমাবেশে সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এক জোট হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ