ঢাকা সোমবার, মে ২৬, ২০২৫
জাল সনদে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরীরত ৮ জন শিক্ষক!
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৫-২৬ ১৫:৪০:০৮

জাল সনদে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরীরত ৬৭৮ জনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছে রাজবাড়ী জেলার ৮ জন শিক্ষক। 

  গত ১৮ই মে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী সচিব মোঃ সেলিম শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  ৮ জন শিক্ষক হলো ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) নার্গিস পারভিন, বকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) মরিয়ম বেগম, সমাধি নগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) লাবনী মৈত্র, রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) আলম হোসেন, বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) আবুল কালাম মোল্লা, কালুখালী উপজেলার আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপিঠ স্কুলের সহকারী শিক্ষক(কম্পিউটার) মোঃ সোলায়মান হোসেন, মাঝবাড়ি উচ্চ বিদ্যালয়রের সহকারী শিক্ষক(কম্পিউটার) মোহাম্মদ আইয়ুব হোসেন ও গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের প্রভাষক(সাচিবিক বিদ্যা) মোঃ এনায়েত হোসেন জাকির।

  তবে তালিকায় থাকা এই আট জনের মধ্যে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাচিবিক বিদ্যার প্রভাষক মোঃ এনায়েত হোসেন জাকিরের নাম থাকলেও তার সনদ জাল নয় বলে তিনি দাবী করছেন। এছাড়াও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসি) থেকে তার সনদটি যাচাই করলে সেটি তারা সঠিক পেয়েছেন।

  শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর যাচাইবাছাই করে সারাদেশে ৬৭৮ জন শিক্ষক কর্মচারীর জাল সনদ শনাক্ত করেছে। এ বছরের ৮ই ফেব্রুয়ারী সনদ প্রদানকারী দপ্তর প্রধান প্রতিনিধির সমন্বয়ে অভিযুক্ত শিক্ষক কর্মচারীদের সনদের সত্যতা যাচাইপূর্বক ৬৭৮ জনের জাল সনদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

  আরও জানা যায়, জাল সনদধারী শিক্ষক-কর্মচারীদের এমপিও বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুৎ করা, অবৈধভাবে গ্রহণকৃত বেতন-ভাতা সরকারী কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা, যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা, যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষ-প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদধারী শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা-কল্যাণ ট্রাস্ট্রের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাল সনদধারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা, জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের এবং জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

  শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, রাজবাড়ীতে যে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮জন শিক্ষকের জাল সনদের প্রমাণ পাওয়া গেছে তাদের মধ্যে ৭জন শিক্ষক সরকারী বেতন তুলেছেন। বাকি ১জন শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় তিনি সরকারী কোন আর্থিক সুবিধা পাননি।

  এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে থেকে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) নার্গিস পারভিন ১৫ লাখ ৮ হাজর ২৯৯, বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) আলম হোসেন ১৮ লাখ ৪৮ হাজার ৭৩৩ টাকা, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপিঠ স্কুলের সহকারী শিক্ষক(কম্পিউটার) সোলায়মান হোসেন ৩ লাখ ৪৭ হাজার ৬২০ টাকা, বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) আবুল কালাম মোল্লা ১৩ লাখ ৪৮হাজার ৫৭৫ টাকা, বকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) মরিয়ম বেগম ৬ লাখ ৫৭ হাজার ৬৪০ টাকা, সমাধি নগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) লাবনী মৈত্র ১০ লাখ ৭৫ হাজার ১৪০ টাকা, মাঝবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) মোহাম্মদ আইয়ুব হোসেন ১১ লাখ ৩৭ হাজার ১৪০ টাকা তুলেছেন।

  এর মধ্যে গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজর প্রভাষক(সাচিবিক বিদ্যা) মোঃ এনায়েত হোসেন জাকির এখনো এমপিও ভুক্ত হননি।

  জাল সনদে চাকরি নেওয়া সমাধি নগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কম্পিউটার) লাবণী মৈত্রের বক্তব্য নিতে তার মোবাইলে ফোন করা হলে তিনি তার কলেজ শিক্ষক স্বামীকে কথা বলার জন ফোন ধরিয়ে দেন। তার সাথে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের সঠিক তথ্য জেনে সংবাদ প্রকাশ করার আহবান জানান।

  সমাধি নগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছার বলেন, লাবণী মৈত্র দীর্ঘদিন যাবত আমার বিদ্যালয়ে শিক্ষকতা করছে। সাম্প্রতিক সময়ে ভূয়া সনদে চাকরি নেওয়া ৬৭৮ জন শিক্ষকের মধ্যে তার নামটাও রয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি বাস্তবায়ন করা হবে।

  বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা বলেন, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে কোন ব্যবস্থা নিতে পারছি না।

  এছাড়াও জাল সনদে চাকরী নেওয়া অন্য শিক্ষকদের সঙ্গে এবং তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলে তারা কোনো সহযোগিতা করেননি।

  গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক (সাচিবিক বিদ্যা) মোঃ এনায়েত হোসেন জাকির বলেন, যখন যাচাই-বাছাই হয়েছিল তখন আমার নিবন্ধন হয়নি। তাই তখন আমি কলেজ থেকে বের হয়ে যাই। পরবর্তীতে আমি নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে আবার কলেজে যোগদান করি। যখন যাচাই-বাছাই হয়েছিল তখন আমার নিবন্ধন না হওয়ার কারণে তালিকায় আমার নাম এসেছে। তবে আমার সনদটি জাল নয়। এনটিআরসি থেকে আমার সনদটি যাচাই করলে তারা সনদটি সঠিক পান। আমি এই বিষয়ে আইনগত ভাবে আগাবো।

  গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হালিম তালুকদার বলেন, আমরা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোন চিঠি পাইনি। তবে ফেসবুকে দেখেছি। লিষ্টে আমার কলেজের একজন প্রভাষক রয়েছে। প্রথমে সে যখন নিয়োগ পায় তখন আমি এই কলেজের অধ্যক্ষ ছিলাম না। তখন তার ওই নিয়োগটি বাতিল করা হয়েছিল। পরবর্তীতে সে আবার পরীক্ষা দিয়ে নিবন্ধন করে পুনরায় আবার নিয়োগ পায়।

 বালিয়াকান্দির সোনাপুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ৩জনকে কুপিয়ে জখম
জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সচেতনতা  বৃদ্ধির জন্য সরকার ভূমি মেলার আয়োজন করেছে---জেলা প্রশাসক
রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল  ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ