ঢাকা সোমবার, মে ২৬, ২০২৫
রাজবাড়ীতে দশ দাবীতে পেট্রোল পাম্প মালিকদের কর্মবিরতি পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৫ ১৬:৩২:১৬

 তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা এবং সব ট্যাংক লরীর জন্য আন্তঃ জেলা রুট পারমিট ইস্যু করাসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে পেট্রোল পাম্প এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহণ বন্ধ করে কর্মবিরতি পালন করেছে পেট্রোল পাম্প মালিকরা।
 গতকাল ২৫শে মে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক ঐক্য পরিষদের ডাকে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার পেট্রোল পাম্প ব্যবসায়ীরা একাত্মতা প্রকাশ করে এই কর্মবিরতি পালন করে।
 রাজবাড়ী শহরের পেট্রোল পাম্পগুলোতে গিয়ে দেখা যায়, তেল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ রয়েছে। বিভিন্ন যানবাহন চালকরা তেল নিতে গিয়ে ফিরে যাচ্ছেন। জরুরী কাজে বাইরে বেড়িয়ে বিড়ম্বনায় পড়েছে তারা।
 মোটরযান আরোহী সাজ্জাদ হোসেন বলেন, আমি জরুরী কাজে পাংশা থেকে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু মোটর সাইকেলে তেল শেষের দিকে থাকায় রাজবাড়ী এসে পাম্পে তেল নিতে যাই। কিন্তু এসে দেখি পাম্প থেকে তেল দিচ্ছে না। তারা নাকি ধর্মঘট পালন করছে। কোন পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে পাম্প মালিকদের ধর্মঘট করা ঠিক হয়নি।
 রাজবাড়ী পলাশ ফিলিং স্টেশনের ম্যানেজার বিপুল কুমার রুদ্র বলেন, কেন্দ্রের ডাকে আমরা আজ ৮ ঘন্টা ধর্মঘট পালন করছি। সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরণের তেল সরবরাহ আমরা বন্ধ রেখেছি। আমাদের ১০ দফা দাবী রয়েছে। দাবী আদায় না হলে কঠোর কর্মসূচীতে আমরা যাবো।
 পেট্রোল পাম্প কর্তৃপক্ষরা জানান, বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট পালন করা হচ্ছে। দাবী আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
 এর আগে, তাদের দাবীসমূহ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ২৪শে মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সংগঠনটি।
 পেট্রোল পাম্প মালিকদের ১০ দফা দাবী গুলো হলো- ক) তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭% করতে হবে। খ) সওজ ও ভূমি ইজারার মাশুল পূর্বের মতো বহাল রাখতে হবে। গ) ইজারা নবায়নের আবেদন ও পেমেন্ট জমা দিলে তা নবায়ন হিসেবে গণ্য করতে হবে। ঘ) বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিট ও পরিমাপ যাচাই করবে; অতিরিক্ত ফি ও নিবন্ধন বাতিল করতে হবে। ঙ) পেট্রোল পাম্পকে শিল্প হিসেবে না গণ্য করে পরিবেশ, বিআরসি, কলকারখানা ও ফায়ার লাইসেন্স বাতিল করতে হবে। চ) অনুমোদনহীন ও অবৈধ তেল বিক্রি বন্ধ করতে হবে। ছ) বিপণন কোম্পানী থেকে ডিলারশিপ ছাড়া তেল বিক্রি নিষিদ্ধ করতে হবে। জ) ট্যাংকলরী চালকের লাইসেন্স নবায়ন ও ইস্যু প্রক্রিয়া সহজ করতে হবে। ঝ) রাস্তায় কাগজপত্র পরীক্ষার পরিবর্তে ডিপো গেটে পরীক্ষা নিশ্চিত করতে হবে। ঞ) সকল ট্যাংক লরীর জন্য আন্তঃ জেলা রুট পারমিট দিতে হবে।

 

 বালিয়াকান্দির সোনাপুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ৩জনকে কুপিয়ে জখম
জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সচেতনতা  বৃদ্ধির জন্য সরকার ভূমি মেলার আয়োজন করেছে---জেলা প্রশাসক
রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল  ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ