“চব্বিশের গণঅভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২৫শে মে বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ’র সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান, বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া,সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভার নাম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের অবস্থান ছিল বলে তাকে ‘বিদ্রোহী’ কবি হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। নজরুলের কবিতার মূল বিষবস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য সমৃদ্ধে রেখেছেন অগ্রণী ভূমিকা। একই সঙ্গে তিনি আমাদের সাহিত্যের দিকপাল। তিনি আজীবন অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষনমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা স্বপ্ন দেখেছেন, দেখিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কবির দেখানো অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন চেতনার ওপর ভিত্তি করে আগামী প্রজন্ম কাজ করে যাবে এটাই প্রত্যাশা।
অন্যান্য বক্তারা প্রেম এবং দ্রোহের এই কবি’র জীবন এবং কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা শ্রদ্ধা জানিয়ে বলেন, কাজী নজরুল ইসলাম জাতির আদর্শ। বর্তমান প্রজন্মকে তার সম্পর্কে জানাতে হবে। তিনি তাঁর কর্মের মধ্যে যুগ যুগ বেঁচে থাকবেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।