‘জনগণের অংশগ্রহণ, নিশ্চিত করবে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৫শে মে দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থ বছরে উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লার বাবুর সভাপতিত্বে খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর কুমার সরকার।
জানা গেছে, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের মোট আয় ১ কোটি ৭৯ লক্ষ ৬৩ হাজার ৯৩৪ টাকা এবং মোট ব্যয় ১ কোটি ৭৪ লক্ষ ৯৬ হাজার ৩৯৬ টাকা ধরা হয়েছে। এতে ৪লক্ষ ৬৯ হাজার ৫৩৮ টাকা উদ্বৃত্ত থাকবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে রামকান্তপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এটিএম আকরাম হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আবুল ফয়েজ, ইউনিয়ন জামায়াতের আমীর আবুল খায়ের বাকিউল্লাহ, সেক্রেটারী খন্দকার আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য মোঃ ইব্রাহিম মোল্লা, আজিজুল ইসলাম, আবু তাহের মিয়া, আবুল কালাম আজাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখপাত্র রাজিব মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।