রাজবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গতকাল ২৫শে মে বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবি ও প্রাবন্ধিক কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন মূল প্রবন্ধ পাঠ করেন।
পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি মোঃ আব্দুল মান্নাফ মুন্নু (বাংলাভাষী), মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ ইজাজুল হক, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ ও পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কবি মোল্লা মাজেদ, কবি মোঃ এবাদত আলী সেখ, কবি মোহাম্মদ ফিরোজ হায়দার, আনোয়ারুল ইসলাম আনোয়ার, স্বপন কুমার ভট্টাচার্য, সেলিম মাহমুদ, দেবাশীষ কুন্ডু, বিকর্ণ কুমার মন্ডল, সন্ধ্যা রানী কুন্ডু ও মোঃ আবু বক্কার সিদ্দিক কবিতা আবৃত্তি করেন। সংগীত পরিবেশ করেন মোঃ কোরবান আলী বিশ্বাস। গজল পরিবেশন করেন সরদার আবু জলাল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর আব্দুল বাতেন।
ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কাশেদ আলী, পাংশা পলিটেকনিট ইনস্টিটিউটের ইংরেজী বিভাগের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম রুবেল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইন্তাজ আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ ইয়াছিন শেখ, মুহাম্মদ আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।