ঢাকা সোমবার, মে ২৬, ২০২৫
বালিয়াকান্দির সোনাপুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ৩জনকে কুপিয়ে জখম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৫ ১৬:৩৬:৩১

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটের আধিপত্য বিস্তার নিয়ে গতকাল ২৫শে মে দুপুরে সোনাপুর বাজারে ৩জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। 
 আহতরা হলো- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা(৪৮), কদম আলী(৩৫) ও বাচ্চু মিয়া(৩০)। আহতদের মধ্যে আরজুলের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
 পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৈশাখ মাসের প্রথম দিকে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চায় কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। শিমুল দখল নিতে ব্যর্থ হওয়ার কারণে হাটের আধিপত্য দখল করে আরজুল। রোজার ঈদের মধ্যে শিমুল হাটে আসলে আরজুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী শিমুলকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফিরে আসে।
 গতকাল ২৫ শে মে সোনাপুর বাজারে আরজুল, কদম আলী ও বাচ্চু অবস্থানকালে ২০/২৫টি মোটর সাইকেল নিয়ে এসে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে কদম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার সাথে শিমুল জড়িত বলে অভিযোগ করেন আহত আরজুল।
 বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি হাটের আধিপত্য বিস্তার নিয়ে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

 

 বালিয়াকান্দির সোনাপুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ৩জনকে কুপিয়ে জখম
জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সচেতনতা  বৃদ্ধির জন্য সরকার ভূমি মেলার আয়োজন করেছে---জেলা প্রশাসক
রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল  ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ