ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-০৫ ১৮:০১:৫২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ করেন।
  গতকাল ৫ই জুন বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হারুন অর রশিদ।
  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। 
  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।
  অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হারুন অর রশিদ।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ