ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৬-০৮ ১১:৩০:৪৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে গতকাল ৭ই জুন সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৩ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিনের সভাপতিত্বে ও সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।

  অন্যান্যের মধ্যে শিক্ষা কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান এ মামুন ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

  বক্তাগণ জাতীয় পুষ্টি সপ্তাহের ৭-১৩ জুন গৃহীত কর্মসূচি যথাযথভাবে পালনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়িত কর্মসূচি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজন করে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ