রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া বাঊন্দী হুজুরের বাড়ীতে মোহাম্মদিয়া দরবার শরীফে গতকাল ১০ই জুন সকালে গবেষণামূলক সত্যের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় দরবার শরীফের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুরআন ও ফুরকানের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দরবার শরীফের পরিচালক মাওলানা ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
তিনি তার আলোচনায় মোহাম্মদীয়া দরবার শরীফের প্রচার ও প্রসার ঘটানোর জন্য উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক এলাকায় সংগঠনের মাধ্যমে সকলকে সুসংগঠিত হতে হবে। যাতে করে দরবার শরীফের প্রচার ও প্রসার ঘটানো সম্ভব।
এ সময় আলোচক হিসেবে মৃগী শহীদ দিয়ানত কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম, এস এম নিজাম উদ্দিন, আঃ মান্নান রুহুল্লাহ, মাদ্রাসার মাহতামিম হাফেজ মাওলানা নুরুল ইসলাম, আহম্মদ আলী, মোঃ আঃ মান্নান, মোঃ আমজাদ হোসেন মাস্টার ও আঃ ওহাব প্রমুখ বক্তব্য রাখেন।