রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় নিহত মাহেন্দ্র চালক মিলন মন্ডলের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করেছে জেলা ডিজেল চালিত আটোরিক্সা অটোটেম্পু মালিক গ্রুপ।
গতকাল ১০ই জুন বিকালে রাজবাড়ী জেলা ডিজেল চালিত আটোরিক্সা অটোটেম্পু মালিক গ্রুপের গোয়ালন্দ মোড় কার্যালয়ে নিহত মিলন মন্ডলের স্ত্রী লিমা বেগম ও তার মেয়ে হাসিবা আক্তার মাহিয়ার হাতে নগদ ৩৮ হাজার ৫০ টাকা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ সময় রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা অটোটেম্পু মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে সংগঠনের সভাপতি আকবর ফকির, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফজলু মোল্লা, কোষাধ্যক্ষ শামীম খান, প্রচার সম্পাদক মালেক শেখ, সড়ক সম্পাদক রবিউল শিকদার ও আসাদুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।