প্রতিষ্ঠার ১৮ বছরে পদার্পন করেছে রাজবাড়ী জেলার পাংশা হাইওয়ে থানা। এ উপলক্ষে গতকাল ১১ই জুন দুপুরে থানা কার্যালয়ে কেক কেটে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী করা হয়। পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম আসাদউজ্জামানের তত্ত্বাবধায়নে এ সময় সার্জেন্ট মাহমুদুন্নবী, এএসআই সাহাঙ্গীর হোসেন ও এএসআই সোহরাব হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে থানা কম্পাউন্ডে আলোকসজ্জাসহ মহাসড়কে নিরাপত্তা রোধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।