ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দির গণপত্যায় কালী মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
  • প্রতিনিধি
  • ২০২৩-০৬-২০ ০০:৫৩:২৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা সার্বজনীন কালীমন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।   

  গতকাল ১৯শে জুন বেলা ১১টায় গণপত্যা সার্বজনীন কালী মন্দিরের সামনে এ কর্মসূচীর আয়োজন করে মন্দির কমিটি।

  স্থানীয় ইউপি সদস্য কবির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরোদ চন্দ্র বিশ^াস, সাধারণ সম্পাদক প্রদীপ মন্ডল, সাবেক বিডিআর সদস্য কোমল কৃষ্ণ মন্ডল, নিমাই চন্দ্র বিশ^াস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও মেহেদী হাসান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন। 

  মানববন্ধনে মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় নারী পুরুষ উপস্থিত ছিলেন। 

  মন্দিরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অসিত মন্ডল ও কামাল হোসেন কর্তৃক মন্দিরে হামলা, মন্দির ভাংচুর ও হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানানোসহ তাদের বিচারের দাবী জানান বক্তারা।     

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ