রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা সার্বজনীন কালীমন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
গতকাল ১৯শে জুন বেলা ১১টায় গণপত্যা সার্বজনীন কালী মন্দিরের সামনে এ কর্মসূচীর আয়োজন করে মন্দির কমিটি।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরোদ চন্দ্র বিশ^াস, সাধারণ সম্পাদক প্রদীপ মন্ডল, সাবেক বিডিআর সদস্য কোমল কৃষ্ণ মন্ডল, নিমাই চন্দ্র বিশ^াস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও মেহেদী হাসান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মন্দিরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অসিত মন্ডল ও কামাল হোসেন কর্তৃক মন্দিরে হামলা, মন্দির ভাংচুর ও হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানানোসহ তাদের বিচারের দাবী জানান বক্তারা।