রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার সাবেক নারায়নপুর গ্রামের বলাই চন্দ্র সেন ওরফে বলাই বাউল(৬২) গতকাল ২রা জুলাই সকাল ৭টার দিকে নিজ বাড়ীতে পরলোকগমন করেন।
গতকাল রবিবার বিকালে পাংশা আদি মহাশ্মশানে তার সমাধি করা হয়।
জানা যায়, বলাই চন্দ্র সেন একজন বাউল শিল্পী ছিলেন। বলাই চন্দ্রমুখী চানাচুরের স্বত্বাধিকারী ছিলেন তিনি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী বলাই চন্দ্র সেন বলাই বাউল নামে পরিচিত ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বলাই বাউলের পুত্র সুজন কুমার সেন জানান, তার বাবার ইচ্ছা অনুযায়ী পাংশা আদি মহাশ্মশানে সমাধি দেওয়া হয়েছে।