ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে ভ্যান চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার দুই চোর
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৭-০৯ ১৬:১২:০৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে গত ৮ই জুলাই রাতে যাত্রী সেজে ব্যাটারী চালিত ভ্যান চুরির চেষ্টাকালে দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 
  আটককৃতরা হলো- বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে হাফিজ মোল্লা(৩২) ও দূর্গাপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে রুবেল মন্ডল(২৬)।
  প্রত্যক্ষদর্শী আনসার ভিডিপির জামালপুর ইউনিয়নের দলনেতা মোঃ জাকির হোসেন জানান, অভিযুক্ত রুবেল গত ৮ই জুলাই রাত ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ব্যাটারী চালিত একটি ভ্যান গাড়ী ৪০০ টাকা ভাড়া মিটিয়ে জামালপুর বাজারের দিকে রওয়ানা হয়। রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট নামক স্থানে আসার পর রুবেলের আরেক সহযোগি হাফিজ মোল্লা ওই ভ্যানে উঠে। এরপর লক্ষণদিয়ার নির্জন ফাঁকা জায়গায় এসে ভ্যান চালক ঝোমর আলী শেখকে লাথি মেরে পাশের পুকুরে ফেলে দেয়। ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে তাদেরকে নটাপাড়া বাজারে ভ্যানসহ আটক করে। এ সময় স্থানীয়রা ২জনকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
  বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে ভ্যান চালক ঝোমর আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ