ঢাকা রবিবার, জুলাই ৬, ২০২৫
কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে মৃগী বাজারে ৩টি ফামের্সীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-১২ ১৬:২৬:৫০

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গতকাল ১২ই জুলাই রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারে ৩টি ফামের্সীকে ১৪হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  এসব ফামের্সী গুলো হলো, জয়গুরু মেডিকেল হল, মেসার্স সাগর ফার্মা ও আমেনা ফার্মেসী।

  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, গতকাল ১২ই জুলাই মৃগী বাজারে বাজার তদারকি অভিযান চালানো হয়। অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জয়গুরু মেডিকেল হলকে ১০ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে মেসার্স সাগর ফার্মাকে ২হাজার টাকা ও একই অপরাধে আমেনা ফামের্সী ২হাজার টাকা জরিমানা করা হয়।

পাংশা উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
বালিয়াকান্দিতে নসিমন উল্টে খাদে পড়ে মেঘনা গ্রুপের বিক্রয় প্রতিনিধি নিহত
গোয়ালন্দে আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম উদ্বোধন
সর্বশেষ সংবাদ