ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে মৃগী বাজারে ৩টি ফামের্সীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-১২ ১৬:২৬:৫০

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গতকাল ১২ই জুলাই রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারে ৩টি ফামের্সীকে ১৪হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  এসব ফামের্সী গুলো হলো, জয়গুরু মেডিকেল হল, মেসার্স সাগর ফার্মা ও আমেনা ফার্মেসী।

  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, গতকাল ১২ই জুলাই মৃগী বাজারে বাজার তদারকি অভিযান চালানো হয়। অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জয়গুরু মেডিকেল হলকে ১০ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে মেসার্স সাগর ফার্মাকে ২হাজার টাকা ও একই অপরাধে আমেনা ফামের্সী ২হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ