ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে গাঁজাসহ বয়স্ক মাদক ব্যবসায়ী সামচাঁদ গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-১৫ ১৪:৪৬:৫৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ছোটভাকলা পূর্ব অংশ গ্রামে নিজ বাড়ী থেকে গত ১৪ই জুলাই রাতে ৫০০ গ্রাম গাঁজাসহ সামচাঁদ মোল্লা (৬৫) নামে বয়স্ক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার  জানান, সামচাঁদ মোল্লা একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পূর্বে আরো দুটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গত ১৪ই জুলাই দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ীর চৌচালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সামচাঁদ মোল্লাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা করা হয়েছে। 

গতকাল ১৫ই জুলাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ