রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপন করা হয়েছে।
গতকাল ২০শে জুলাই দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছনে এসব ফলের গাছ রোপন করেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, প্যানেল মেয়র মোঃ নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের মধ্যে ও চারিদিকে ঘুরে দেখেন। এছাড়াও ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নির্দিষ্ট স্থান এবং এডিস মশা রোধ কল্পে হাসপাতালের চারিদিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।