ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠের ৩৬তম বর্ষপূর্তি অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৭-২৩ ০৭:০৮:৫১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে গতকাল ২২শে জুলাই দুপুরে শ্রীমদ্ভাগবত পাঠের ৩৬তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

  এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

  শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন সুনীল কৃষ্ণ গোস্বামী ও ধর্মীয় আলোচনা করেন ইসকনের প্রভু শ্রীপাদ মহাভাব গৌরাঙ্গ দাস ব্রম্মচারী এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন মধুপতি দাশ ব্রম্মচারী।

  বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবারো শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূর্তি অনুষ্ঠান করছি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মন্দিরে এসে শ্রীমদ্ভাগবত, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ