“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকাঁনন চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শষ্য) আবু মাসুদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা ও সঞ্চালনা করেন জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু কায়সার খান ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শাহাদত বরণকারী ও জাতীয় চার নেতাসহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা যুদ্ধে সম্ভ্রম হারানো সকল মা-বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় আজকে আমরাও রাজবাড়ীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পাবলিক সার্ভিস দিবস পালন করছি। আর এই সবই সম্ভব হয়েছে আমাদের জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছিলাম বলে। তিনি আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়েছিলেন বলে আজকে আমরা যার যার পদে চাকরী করতে পারছি। সুতরাং আমাদের সকলের উচিত একজন স্বাধীন দেশের সরকারী চাকুরীজীবী হিসেবে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করা। বর্তমানে সরকার আমাদের ওপর আস্থা রেখেছেন। সেই কারণে করোনা মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশের অর্থনীতির অবস্থা কিছুটা খারাপ হওয়ার পরেও দেশের জনগণ যেন আমাদের কাছ থেকে সঠিক সেবা পায় ও উন্নয়ন কর্মকান্ড যাতে সঠিক ভাবে বাস্তবায়িত হয় সেই জন্য জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত প্রতিকুলার মধ্যেও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন দশ শতাংশ বৃদ্ধি করেছেন। যাতে আমরা আরো বেশী উদ্যোগী হয়ে স্বল্প সময়ে জনগণের দোড় গোড়ায় সেবা পৌছে দিতে পারি। যার মাধ্যমে দেশ মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ স্বপ্নের স্মার্ট সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়। আমি বিশ্বাস করি সরকার ও আমাদের সরকারী কর্মকর্তা-কর্মচারী সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌছাতে পারবো।
এছাড়াও তিনি তার বক্তব্যে সরকারী বিভিন্ন অফিসে ডিজিটাল মাধ্যমে কাজ করার জন্য আগের তুলনায় অনেক সহজে কর্ম সম্পাদন, জণসাধারণকে স্বল্প সময়ে সেবা প্রদান ও তাদের সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে নির্বিঘ্নে আলোচনা করা, সকল কাজের শতভাগ স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন, জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে তাদের সাথে সুন্দর আচরণ, সরকারী কাজের বিশেষ করে জণগনের সাথে সম্পৃক্ত কাজের ক্ষেত্রে জণগণের মতামতকে প্রাধান্য দেওয়া, যে কোন সরকারী দায়িত্ব শতভাগ সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।