ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দ থানায় গোলঘর নির্মাণ উদ্বোধনে বিদায়ী পুলিশ সুপার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-২৭ ১৭:০৭:৪৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় আসা জনসাধারণের বসার জন্য নির্মাণ করা হচ্ছে গোলঘর।
  গতকাল ২৭শে জুলাই দুপুরে থানা চত্বরে ফলক উম্মোচনের মাধ্যমে গোলঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদায়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) তারক পাল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, থানায় আসা সাধারণ মানুষের বসার কোন স্থান ছিলনা। এ কারণে গোলঘরটি নির্মাণ করা হচ্ছে। মানুষের দৌড়গোড়ায় সেবা পৌছে দিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সর্বক্ষণ প্রস্তুত রয়েছে।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ