ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে টিকাদান কর্মসূচীর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
  • মনির হোসেন
  • ২০২০-০৯-১৫ ১৪:৫৭:৫০
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে টিকাদান কর্মসূচীর বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে টিকাদান কর্মসূচীর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন। বিশেষ অতিথি হিসেবে এসআইএমও ডাঃ মোঃ মোর্শেদুল ইসলাম খান, অন্যান্যের মধ্যে জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট কামাল হোসেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রতন পারভেজ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা প্রমুখ বক্তব্য রাখেন। 
  প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, টিকাদান কর্মসূচীর ব্যাপারে সকলের উচিত স্বাস্থ্য কর্মীদেরকে সহযোগিতা করা। তারা যাতে ঘন ঘন হাত ধোয়া ও অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সতর্কতা নিশ্চিত করার মাধ্যমে সুরক্ষিত থেকে তাদের কাজ চালিয়ে যেতে পারে। একই সঙ্গে কমিউনিটিতে আস্থা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ, যাতে শিশুদের বাবা-মায়েরা বুঝতে পারে যে যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থাপনায় তাদের সন্তানদের নিরাপদে টিকা দেয়া হচ্ছে। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ