রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় আসন্ন জন্মাষ্টমী মহোৎসবের কর্মসূচিতে ব্যাপক সংখ্যক ভক্ত সমাগমের লক্ষ্যে গতকাল ২৫শে আগস্ট পাংশা আদি মহাশ্মশানের নাট মন্দির প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে’র সভাপতিত্বে ও আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুন্ডু, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অধ্যক্ষ কিশোর কুমার দাস, অধ্যাপক আশীষ কুমার বর্ধন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শিব শংকর চক্রবর্তী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মোদী, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, পূজা উদযাপন পরিষদের নেতা দেব প্রসাদ গোস্বামী, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, নরেন্দ্র চন্দ্র, বিষ্ণুপদ ঘোষ, তাপস কুমার পাল, বিধান চন্দ্র বিশ্বাস, ভোজন কুমার মাস্টার, সজল কুন্ডু, অলোক দাস, গোবিন্দ দত্ত, অপূর্ব বিশ্বাস, দেব গোপাল শর্মা ও হরিশ কুমার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা নিজ নিজ এলাকা থেকে জন্মাষ্টমী মহোৎসবের কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নারী ও পুরুষ ভক্ত সমাগমের মতামত ব্যক্ত করেন।
সভায় পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টায় কর্মসূচি শেষ হয়।
এদিকে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাক্ষাৎকারে জানান, আগামী ৬ই সেপ্টেম্বর পাংশায় অনুষ্ঠিতব্য জন্মাষ্টমী মহোৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় চমক থাকবে। এ লক্ষ্যে দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধক হিসেবে থাকবেন এমপি মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম।
এছাড়া জেলা ও উপজেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পাংশা আদি মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি চলছে।