ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দে ৫৮জন দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-২০ ১৬:২৯:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থবছরে উন্নত বাজেট "ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা" খাতের আওতায় ৫৮জন দরিদ্র, অসহায় নারী ও কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী এসব মানুষের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬টি ফাইল কেবিনেট প্রদান, ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল প্রদান, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালায়ের কতৃক ৪৭টি নদী ভাঙন পরিবারের মাঝে ১বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা এবং উপজেলা মহিলা অধিদপ্তরের ৭জন নারীর মাঝে এককালীন দুই লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করে সংসদ সদস্য।

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ