ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল
  • মোঃ ওমর ফারুক
  • ২০২৩-০৯-২৩ ১৫:৪০:৩০

আগামী ১০ই অক্টোবর “পদ্মা সেতু” হয়ে বানিজ্যিক ভাবে ট্রেন চলাচল শুরু হবে ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে এই রুট (পোড়াদহ-রাজবাড়ী-ভাঙ্গা) দিয়ে রাজশাহী ও খুলনা/যশোর এর ২/৩টি আন্তঃ নগর ট্রেন পদ্মা সেতু হয়ে ঢাকা চলাচল করবে। এই আন্তঃ নগর ট্রেনগুলো এই রুটের কিছু বড় স্টেশনে (রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা ইত্যাদি) স্টপেজ দিতে পারে। আর এই স্টেশন গুলিতে বরাদ্দকৃত সীমিত আসন এই রুটের যাত্রীর জন্য কখনোই পর্যাপ্ত হবে না।
 এছাড়াও এই রুটের বড় শহরের স্টেশনের যাত্রীর পাশাপাশি নবনির্মিত তুলনামূলক ছোট ছোট স্টেশনের স্বল্প আয়ের বিপুল পরিমাণ যাত্রীর কথা বিবেচনা করে বর্তমানে “রাজবাড়ী-ভাঙ্গা” রুটে চলাচলকৃত “রাজবাড়ী এক্সপ্রেস” ট্রেন টিকে রুট বর্ধিত করে একটি “কমিউটার ট্রেন” হিসেবে “রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা(কমলাপুর)” রুটে পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এতে আন্তঃ নগর ট্রেনের ওপর অতিরিক্ত যাত্রী চাপও কমবে, এই আঞ্চলের স্বল্প আয়ের সাধারণ মানুষের যাত্রী সেবার মানও অনেক বারবে, পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে বেশ ভালো পরিমাণে রাজস্ব অর্জন করতে সক্ষম হবে।
সম্ভব্য সময়সূচি ঃ (এমন করা যেতে পারে)
১। রাজবাড়ী কমিউটার-১ (আপ)     
    রাজবাড়ী থেকে ঢাকা(কমলাপুর)
    রাজবাড়ী ছাড়বে- সকাল ৬:০০
    ঢাকা(কমলাপুর) পৌঁছাবে- সকাল ৯:২০
২। রাজবাড়ী কমিউটার-২ (ডাউন)
    ঢাকা(কমলাপুর) থেকে রাজবাড়ী
    ঢাকা(কমলাপুর) ছাড়বে- সকাল ১০:০০
    রাজবাড়ী পৌঁছাবে দুপুর- ১:২০
৩। রাজবাড়ী কমিউটার-৩ (আপ)
    রাজবাড়ী  থেকে  ঢাকা(কমলাপুর)
    রাজবাড়ী ছাড়বে-দুপুর ২:১০ (পোড়াদহ-রাজবাড়ী লোকালের কানেকন্টিং ট্রেন হবে) ঢাকা(কমলাপুর) পৌঁছাবে- বিকাল ৫:৩০
৪। রাজবাড়ী কমিউটার-৪ (ডাউন)
    ঢাকা(কমলাপুর) থেকে রাজবাড়ী
    ঢাকা(কমলাপুর) ছাড়বে- সন্ধ্যা ৬:৪০
    রাজবাড়ী পৌঁছাবে রাত- ১০:০০
উল্লেখ্য যে, বর্তমানে রাজবাড়ী এক্সপ্রেস-১/২/৩/৪ এবং ভাটিয়াপারা এক্সপ্রেস-১/২ একই রেক দিয়ে পরিচিত হচ্ছে। রাজবাড়ী এক্সপ্রেসকে কমিউটার ট্রেন হিসেবে(রাজবাড়ী-ঢাকা) ভ্যাকুয়াম(শোভন শ্রেণির) কোচ দেওয়া হলে ভাটিয়াপারা এক্সপ্রেস-১/২ কে বর্তমানে পরিচিত লোকাল রেক দিয়েই “রাজবাড়ী-ভাটিয়াপারা-রাজবাড়ী” এবং অবহেলিত “রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট-রাজবাড়ী” রুটে ট্রেন পরিচালনা সম্ভব।
যেমন ঃ গোয়ালন্দ লোকাল-১
(রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট- রাজবাড়ী)
রাজবাড়ী ছাড়বে-সকল ৮:০০
গোয়ালন্দ ঘাট পৌঁছাবে-সকল ৮:৪৫
গোয়ালন্দ ঘাট ছাড়বে-সকল ৯:১৫
রাজবাড়ী পৌঁছাবে-সকল ১০:০০
এর পারে ভাটিয়াপাড়া এক্সপ্রেস-১/২ যথারীতি বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।
রাজবাড়ী ছাড়বে-সকল ১০:১৫
ভাটিয়াপারা পৌঁছাবে-দুপুর ১:১৫
ভাটিয়াপারা ছাড়বে-দুপুর ১:৪০
রাজবাড়ী পৌঁছাবে - বিকাল ৪:৪৫
আবার গোয়ালন্দ লোকাল-২
(রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট- রাজবাড়ী)
রাজবাড়ী ছাড়বে-বিকাল ৫:১০
গোয়ালন্দ ঘাট পৌঁছাবে-সন্ধ্যা ৬:০০
গোয়ালন্দ ঘাট ছাড়বে-সন্ধ্যা ৬:২৫
রাজবাড়ী পৌঁছাবে-সন্ধ্যা ৭:১০
এইটা আমার ব্যক্তিগত চিন্তা থেকে লেখা। এর থেকে অনেক ভালো, সুন্দর এবং কর্যকর পরিকল্পনা বাংলাদেশ রেলওয়ে(পশ্চিমাঞ্চল) এবং রেলপথ মন্ত্রণালয় গ্রহণ করবেন এটা আমার বিশ্বাস।
ধন্যবাদান্তে-
মোঃ ওমর ফারুক
পেশা-চাকুরী, ইডকল, কুষ্টিয়া
ঠিকানা-কাজীকান্দা, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

 

 

 

“রাজবাড়ীর ক্ষীর চমচম” শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন
জেলা প্রশাসনের উগ্যোগে রাজবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
পবিত্র শবে বরাতের রাত বা ভাগ্য রজনী
সর্বশেষ সংবাদ