ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
“সাপ্তাহিক সাহসী সময় এবং সময়ের সাহসী পথ চলার ইতিকথা”
  • এডভোকেট লিয়াকত আলী বাবু
  • ২০২৪-১২-১৫ ১৪:৩৯:১২

‘সাপ্তাহিক সাহসী সময়’ রাজবাড়ীর পত্রিকা জগতের ইতিহাসে একটি সময়োপযোগী সাহসী পত্রিকার নাম এবং একটি দুঃসাহসীক জন্মস্ফুলিঙ্গের আলোকবিচ্ছুরণ। আজ থেকে ২৬ বছর আগের কথা। রাজবাড়ী নামক জেলার জন্মের পরবর্তী দশকে ‘সাপ্তাহিক সাহসী সময়’ নামক পত্রিকাটি জন্ম নিয়েই দুঃসাহসীকতার সাথে উজানে পথ চলতে শুরু করে। স্বাভাবিকভাবেই একটি পত্রিকার পথচলা কখনোই কুসুমাস্তীর্ণ হতে পারে না। সর্বদাই সরকার এবং সমাজের সুবিধাভোগীদের রক্ত চক্ষুর তীব্র আস্ফালন এবং আইনের বেড়াজালকে উপেক্ষো করেই একটি পত্রিকার পথচলা শুরু করতে হয়। সাপ্তাহিক সাহসী সময়ের ক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম হয় নাই। স্বাভাবিক ভাবেই সময়ের দুঃসাহসিক সাপ্তাহিক পত্রিকাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের হুশিয়ারী ইঙ্গিত “দুর্গম গিরিকান্তার-মরুদুস্তর পারাবার হে- লঙ্ঘিতে হবে রাত্রিনিশিথে যাত্রী রাহুশিয়ার” এর বাণীকে বুকে ধারণ করে পথ চলতে শুরু করে বিগত ছাব্বিশ বছর ধরে স্বগর্ভে এগিয়ে চলছে দুর্দান্ত সাহসীকতার সাথে। আসলে সংবাদপত্রের জন্য পরাধীন দেশে একটা পত্রিকা কতটা সাহস দেখাতে পারে? একটি পত্রিকার চারি পাশে থাকে আইনের শক্ত বেড়াজাল। ইংরেজী ১৭৫৭ সালে এই উপমহাদেশে ব্রিটিশদের আগমন ঘটে। এরপর ১৭৯৮ সালে গ্রেট ব্রিটেনের পার্লামেন্ট রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে নিউজ পেপার পাবলিকেশন আইান তৈরী করে। রাষ্ট্রের স্বার্থ রক্ষার ধারাবাহিকতায় ইংরেজী ১৮২৩ সালে তৎকালীন এ উপমহাদেশে গভর্নর জেনারেল এডামস এক অধ্যাদেশ বলে সংবাদপত্রের লাইসেন্স প্রথা চালু করে। তবে ব্রিটিশ ভারতে সংবাদপত্রের স্বাধীনতা বলতে আমরা ১৮৫৮ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্তু ব্রিটিশ ক্রাউন কতৃক প্রিন্ট মিডিয়ার উপর এক ধরনের সেন্সরশীপ আইনের খর্গহস্ত ঝুলিয়ে রাখে। তারও ১০০ বৎসর পর ১৯২৩ সালে অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট পাস হয়। সেখানে রাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখার জন্য সেন্সরশীপ আইনের খর্গহস্ত স্পষ্ট করে দেওয়া হয়। সেই আইনে সরকারের সকল গোপনীয় সংবাদ প্রকাশনা বন্ধ করার ব্যবস্থা রাখা হয়। ১৯২৩ সালে অফিসিয়াল সিক্রেটস এ্যাক্টের ৫ ধারায় বলা হয় যে কোন ব্যক্তি গোপনে অফিসিয়াল কোন সংবাদ পেয়ে থাকলে সেই সংবাদ প্রকাশ করতে পারবে না। যে আইনের ধারাবাহিকতায় স্বাধীনতার পর স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ সালেও অফিসিয়াল সিক্রেটস এ্যাক্টের বিষয়টি যথারীতি আরও সুনিদিষ্ট করে কঠোরভাবে বহাল রাখা হয়। এই ভাবে স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স এ্যাক্ট পাস হওয়ার পরবর্তী বছরে অর্থাৎ ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল আইন পাশ করা হয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য করা যেতে পারে যে ১৯৪৮ সালের আন্তর্জাতিক মানবাধিকারের সার্বজনীন ঘোষণা পত্রে বলা হয়েছে যে প্রত্যেকের মতামত ও মত প্রকাশের অধিকার রয়েছে। সেই অধিকারে হস্তক্ষেপ ছাড়াই মতামত রাখা এবং মতামত গুলো গণমাধ্যমের প্রকাশ করা যাবে। সেই হিসাবে বলা চলে যে সুইডেন হলো পৃথিবীর প্রথম দেশ যে দেশে ১৭৬৬ সালে “ফ্রিডম অব প্রেস এ্যাক্টের” মাধ্যমে প্রেসের স্বাধীনতাকে তাহাদের সংবিধানে সংরক্ষণ করে ছিলো। একই ভাবে আন্তর্জাতিক “রিপোর্টার্স উইদ আউট বর্ডারস” (আরএসএফ) নামক অর্গানাইজেশন তারা আন্তর্জাতিকভাবে এই স্বাধীনতার জন্য আজও কাজ করে চলেছে। পাশাপাশি “কমিটিটু প্রোটেক্ট জার্নলিষ্টস” (সিপিজে) এরা  সাংবাদিকদের স্বাধীনতার জন্য কাজ করে চলেছে। রিপোর্টার্স উইদ আউট বর্ডারসের সার্বিক বিশ্লেষন মতে বিশে^র চার ভাগের এক ভাগেরও কম মানুষ এমন সকল দেশে বসবাস করে যে সকল দেশগুলোতে সংবাদপত্রের কোন বাস্তব  সম্মত স্বাধীনতা নেই। সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক বহু সংস্থা এখনো নিরন্তরভাবে কাজ করে চলেছে। আসলে বিশ্লেষন করলে দেখা যায় যে প্রকৃত সংবাদ হলো সেটা যে সংবাদ প্রকাশের মধ্যে জনকল্যাণ নিহীত থাকে। এখন রাষ্ট্রের অর্থ সম্পদ যদি জনগণের অর্থ সম্পদ হয় এবং যদি জনগণের সেই অর্থ সম্পদ কোনভাবে সরকারী কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক আত্মসাত হতে থাকে এবং সেই আত্মসাত করার সংবাদ যদি সংবাদপত্রে প্রকাশ করা হয় তাহলে কি ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস এ্যাক্টের ৫ ধারার অপরাধ সংঘটিত হবে? তবে এ কথাও ঠিক যে একবিংশ শতাব্দিতেও তথ্য মন্ত্রনালয়ের সেন্সর শীপের জালের ভিতর দিয়েই সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে চলাচল করতে হয়। আর সেই সেন্সরশীপের জাল ছিঁড়ে পথ চলতে শুরু করলেই লাইসেন্স বা অনুমোদন বাতিল এবং আইনের আওতায় চলে যেতে হবে। আরও একটু বিশ্লেষন করে বলতে গেলে ১৮৬০ সালে ফৌজদারী দন্ড বিধি আইনের ১২৪(ক) ধারায় রাষ্ট্রদ্রোহের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে যে, যে ব্যক্তি কথায় বা লিখে বা কোন চিহ্ন বা প্রতীক দিয়ে সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ প্রকাশ করে তাহলে তিনি যাবজ্জীবন দন্ডে দন্ডিত হইবেন। অর্থাৎ এক কথায় সরকারের বিরুদ্ধে কোন কিছু বলা বা প্রকাশ করা যাবে না। প্রায় ১৬৫ বৎসর আগে ব্রিটিশ উপনিবেশকালে প্রণয়ন করা এই আইনটি ব্রিটিশ কমনওয়েলথের প্রায় সকল দেশেই বাতিল করা হয়েছে এবং সর্বশেষ ভারতের সুপ্রীম কোর্ট এবং পাকিস্তানের লাহোর হাইকোর্ট এই আইনটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। তবে আমাদের দেশের চলমান সংবিধানের ৩৯(২)এর ‘খ’ অনুচ্ছেদে বলা হয়েছে ‘সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল’। কিন্তু তার পূর্ববর্তী ৩৯(২) অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ স্বাপেক্ষে ‘সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল’। এর পাশাপাশি পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে ১৮২৩ সালের বিশেষ অধ্যাদেশ বলে সংবাদপত্রের লাইসেন্স বাধ্যতামূলক করা এবং ১৮৬০ সালে দন্ড বিধি আইনের ১২৪ (ক) ধারায় প্রকাশনার বিষয়ে বিধি নিষেধ আরোপ করাসহ ইং ‘১৯২৩ সালে অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট এব ংপ্রিন্টিং এন্ড পাবলিকেশন্স এ্যাক্ট পাস হওয়া এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের দ্বারা অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আরও শক্তিশালী হওয়ার মত সকল বিষয় সংবাদপত্রের স্বাধীনতাকে পরোক্ষভাবে শৃঙ্খলিত করে রাখারই শামিল। এক কথায় আমাদের দেশে কেউ কি বলতে পারবে যে বাংলাদেশের সংবাদপত্র সম্পূর্ণ স্বাধীন? যদিও কখনো কখনো রাজনৈতিকভাবে সরকারে থাকা এতদসংক্রান্ত মন্ত্রনালয়ের কর্তা ব্যাক্তিগণ উচ্চস্বরে বলে থাকেন যে এ দেশের সংবাদপত্র সম্পূর্ণ স্বাধীন। অন্য কথায় বলা চলে শৃঙ্খলিত অবস্থায় বাংলাদেশের সংবাদপত্র স্বাধীন। সেই শৃঙ্খলিত অবস্থাতেই জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে এই ‘সাহসী সময়’ পত্রিকাটি সত্যিকার অর্থেই সাহসীকতার পরিচয় দিয়ে আসছে। ১৬ই ডিসেম্বর রাজবাড়ী জেলার অন্যতম সাপ্তাহিক পত্রিকা ‘সাহসী সময়ের’ ২৬তম জন্মদিন। বিগত ২৬টি বছর ধরে ‘সাহসী সময়’ উল্টো স্রোতে উজান টেনে বৈঠা বেয়ে চলেছে। গত বছর ‘সাপ্তাহিক সাহসী সময় রজতজয়ন্তী পালন করেছে। বিগত ১৬ই ডিসেম্বর থেকে ‘সাপ্তাহিক সাহসী সময় সুবর্ন জয়ন্তীর জীয়নকাঠি ছোঁয়ার জন্য ছুটে চলেছে আগামীর পথে। আমরা যারা অনিরুদ্ধ পত্রিকা পাঠককুলের মানুষ তারা নিশ্চয়ই সপ্তাহান্তের ‘সাহসী সময়’ হাতে পাওয়ার প্রত্যাশা করি।

 আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সাথে সাপ্তাহিক সাহসী সময়ের শুভ জন্মদিনে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আজ থেকে শুরু হবে সাপ্তাহিক সাহসী সময়ের ২৭তম জন্ম বছরের পথচলা। সাপ্তাহিক সাহসী সময়ের জন্য আগামীর পথচলায় জানাচ্ছি বুকভরা শুভ কামনা এবং বিপ্লবী অভিনন্দন। সাপ্তাহিক সাহসী সময় যুগযুগজিও হোক। লেখক ঃ আইনজীবী, মুক্ত কলামিষ্ট ও আহবায়ক জেলা বিএনপি, রাজবাড়ী।

 
 “সাপ্তাহিক সাহসী সময় এবং সময়ের সাহসী পথ চলার ইতিকথা”
নোবেল প্রাপ্তির শতবর্ষ এবং বাঙলা মায়ে’র রবী ঠাকুর
“ভয়ংকর এক রাতের কাহিনী”
সর্বশেষ সংবাদ