ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালীর ইউএনও সজীবের বদলিজনিত বিদায় সংবর্ধনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৯-২৪ ২৩:৫৫:০৬

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে গতকাল ২৪শে সেপ্টেম্বর দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলার কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজীবকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
 বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের রাজবাড়ীর সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সুবর্ণা রানী সাহা,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদয়ী কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজীবকে এসোসিয়েশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
 উল্লেখ্য, সম্প্রতি শাহ্ মোঃ সজীবকে নরসিংদী জেলার শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ