ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা দম্পতি ধৃত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-১৯ ১৪:৪৬:৩৪
র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গতকাল ১৯শে দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিল বড়ইচারা গ্রাম থেকে ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিল বড়ইচারা গ্রাম থেকে ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার হয়েছে। 
  গতকাল ১৯শে দুপুরে র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ঃ কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলম শেখ(৪২) ও তার স্ত্রী পারভীন খাতুন(৩৫)। উদ্ধারকৃত ইয়াবাসহ র‌্যাব তাদেরকে কুমারখালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 
  র‌্যাব জানায়, গ্রেফতারকৃত দম্পতি আলম ও পারভীন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ