ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দৌলতদিয়া ঘাটে মাছের আড়তে ইলিশ সয়লাব
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১০-০১ ১৪:৫৪:৪০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ছে বেশির ভাগ ফঁকা(ছোট) ইলিশ মাছ। জেলেরা মাছের ডালিতে করে ফঁকা(ছোট) ইলিশ মাছগুলো বাজারে নিয়ে আসছে।
 দৌলতদিয়া মাছ বাজারের আড়তদাররা জানান, এখন পদ্মা নদীতে ছোট বড় প্রচুর পরিমাণ ইলিশ মাছ থাকার কথা থাকলেও জেলেরা পাচ্ছেন না কাঙ্খিত পরিমাণ ইলিশ মাছ। তারা যে মাছগুলো পেয়ে থাকেন তার বেশির ভাগই ফঁকা ইলিশ।
 জেলেরা জানান, পদ্মা নদীর বড় ইলিশ মাছের পরিমাণ অনেকটাই কমে গেছে। গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া গেলেও এ বছর নদীতে বেশির ভাগ ফঁকা(ছোট) ইলিশ  মাছের দেখা মিলছে।
 সরেজমিন, গতকাল ১লা অক্টোবর ভোরে দৌলতদিয়ার মাছ বাজারে গিয়ে দেখা যায় বরিশালসহ দৌলতদিয়ার পদ্মার ইলিশ মাছে আড়তে সয়লাব হয়ে গিয়েছে। মাছ কেনা ক্রেতাদের রয়েছে উপচেপড়া ভিড়।
 দৌলতদিয়া মাছ বাজারের আড়তে মাছ কিনতে আসা রবিনুর রহমান বলেন, ঢাকা যাওয়ার পথে দৌলতদিয়া মাছ বাজারের আড়তে মাছ দেখতে সকালে আসি। সেখানে গিয়ে দেখি বরিশালসহ কিছু পদ্মা নদীর  ফঁকা(ছোট) ইলিশ মাছ। তাই লোভ সামলাতে না পেরে ২হাজার ৪ শত টাকার বড় ছেট ইলিশ মাছ কিনে ঢাকায় বোনের বাড়ী নিয়ে যাচ্ছি।
 এ বিষয়ে দৌলতদিয়ার ৫নম্বর ফেরী ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ভোরে দৌলতদিয়া মাছ বাজারের আড়তে বরিশালসহ দৌলতদিয়ার পদ্মার নদীর কিছু ফঁকা(ছোট) ইলিশ মাছ পাওয়া যায়। বরিশালের বড় সাইজের ইলিশ কেজি প্রতি এখানে ১হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের একটা ইলিশ মাছ ৮০০ টাকা ও ৪টি ছোট সাইজের ১ কেজি ওজনের ইলিশ মাছ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছগুলো ভাল হলেও আমাদের বেশি দাম দিয়ে কিনে মাছগুলো থেকে সামান্য পরিমাণ লাভ রেখে বিক্রি করি।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ