রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও সাংবাদিক সনজিৎ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।