ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালী উপজেলায় দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
  • রাকিবুল ইসলাম
  • ২০২৩-১০-১৩ ১৫:৩৮:০০

“অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”-প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গত ১২ই অক্টোবর রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নি নির্বাপনের বিভিন্ন মহড়া, ভূমিকম্পে আমাদের করণীয় ও আহতদের সেবাদান সম্পর্কে মহড়া প্রদর্শন করেন।
 মহড়া চালাকালীন সময়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেরুন্নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চুসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ