রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে গতকাল ২৫শে অক্টোবর বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ৬ কেজি ইলিশ মাছ ও ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জেলা মৎস্য অধিদপ্তর।
পরে সন্ধ্যায় দৌলতদিয়া ১নম্বর ফেরী ঘাটে তা পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো দৌলতদিয়া মাদ্রাসাতু সাবি ইল হাসান মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযানে জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ওসি জে এম সিরাজুল কবির ও উপজেলা মৎস্য কার্যালয়ের ফিল্ড এ্যাসিটেন্ট কৃষ্ণ লালসহ গোয়ালন্দ ঘাট থান
পুলিশের একটি দল অংশ নেয়।