ঢাকা সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
কালুখালীতে ১০ টাকা কেজির চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন
  • মনির হোসেন
  • ২০২০-০৯-২২ ১৫:৪১:৩৩

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ও কালিকাপুর ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
  গতকাল ২২শে সেপ্টেম্বর সকালে মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজার ও দুপুরে কালিকাপুর ইউনিয়নের হরিণবাড়ীয়া হাটে এই চাল বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন কালুখালীর উপজেলার উপ-খাদ্য পরিদর্শক মহব্বাতুন্নেছা রতনা। 
  গান্ধিমারা বাজারের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার বারেক মন্ডলের দোকানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কার্ডধারীদের মধ্যে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে এই চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়। এ সময় চাল বিক্রয় কার্যক্রমের তদারকি কর্মকর্তা(উপ-সহকারী কৃষি কর্মকর্তা) শাজাহান খান, ডিলার বারেক মন্ডল, ইউপি সদস্য জিলাল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকার ৫২১জন তালিকাভুক্ত কার্ডধারী এই চাল ক্রয়ের সুবিধা পাবেন। 
  অপরদিকে, হরিণবাড়ীয়া হাটের ডিলার রিপন মন্ডলের দোকানে আনুষ্ঠানিকভাবে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে এই চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়। 
  এ সময় তদারকি কর্মকর্তা (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) নাজমুল হক, ইউপি সদস্য বিল্লাল মন্ডল, মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকার ৪১২জন তালিকাভুক্ত কার্ডধারী এই চাল ক্রয়ের সুবিধা পাবেন। 

গোয়ালন্দের অন্তার মোড়ে পদ্মা নদী থেকে ১ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার
গোয়ালন্দে রাখালগাছি পদ্মা নদীতে প্রবাসী আল আমিন হত্যা॥ফুপাতো বোন জামাই মেগা গ্রেপ্তার
দৌলতদিয়ায় মাছ বিক্রিতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
সর্বশেষ সংবাদ