ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশায় সিডিউিল কেনা নিয়ে দ্বন্দ্বে ১জন আহত॥মামলার ৩নং আসামী গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-২৯ ০৭:১২:৩৬

রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গতকাল ২৮শে অক্টোবর গভীর রাতে পৌরসভার রঘুনাথপুর-বড়গাছী এলাকায় অভিযান চালিয়ে শরিফ সরদার(৩৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে। 

 ধৃত শরিফ সরদার সিডিউিল কেনা নিয়ে দ্বন্দ্বে হামলায় হৃদয় মীর নামের এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-২৫, তাং-২৭/১০/২০২৩ইং, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/ ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এজাহার নামীয় ৩নং আসামী। সে পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর-বড়গাছী এলাকার সালাম সরদারের ছেলে।

 পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম ও এএসআই জাহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

 জানা যায়, গত ২৬শে অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের সময় পাংশা উপজেলা পরিষদের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দরপত্র ক্রয় করা নিয়ে দ্বন্দ্বসহ পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ক্যাডার বাহিনীর হাতে বর্বরোচিত হামলায় গুরুতর রক্তাক্ত জখম-আহত হয় পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ নারায়নপুর গ্রামের রহমান মীরের পুত্র হৃদয় মীর(২৭)।

 এ ঘটনায় আহত হৃদয় মীরের মাতা নাজমা আক্তার বাদী হয়ে ১০জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করে।

 মামলার অভিযোগে বাদী নাজমা আক্তার জানায়, তার পুত্র হৃদয় মীরকে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। হৃদয় মীরের বাম পায়ের গুড়ালির পিছনের দিকের মোটা রগ কেটে বিচ্ছিন্ন, মাথার পিছনের দিকে কোপ মেরে গুরুতর রক্তাক্ত কাটা জখম, মুখের সামনের চোয়ালের ৩টি দাঁত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। সে বর্তমানে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 মামলার তদন্ত কর্মকর্তা পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম জানান, মামলার এজাহার নামীয় ৩নং আসামী শরিফকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ